মিছে হাসি মিছে বাঁশি মিছে এ যৌবন, মিছে এই দরশের পরশের খেলা। চেয়ে দেখো, পবিত্র এ মানবজীবন, কে ইহারে অকাতরে করে অবহেলা! ভেসে ভেসে এই মহা চরাচরস্রোতে কে জানে গো আসিয়াছে কোন্খান হতে, কোথা হতে নিয়ে এল প্রেমের আভাস, কোন্ অন্ধকার ভেদি উঠিল আলোতে। এ নহে খেলার ধন, যৌবনের আশ-- বোলো না ইহার কানে আবেশের বাণী! নহে নহে এ তোমার বাসনার দাস, তোমার ক্ষুধার মাঝে আনিয়ো না টানি! এ তোমার ঈশ্বরের মঙ্গল-আশ্বাস, স্বর্গের আলোক তব এই মুখখানি।
YOU SEEMED from afar titanic in your mysterious majesty of terror. With palpitating heart I stood before your presence. Your knitted brows boded ill and sudden came down the blow with a growl and a crash. My bones cracked, with bowed head I waited for the final fury to come. It came. And I wondered, could this be all of the menace? With your weapon held high in suspense you looked mightily big. To strike me you came down to where I crouched low on the ground. You suddenly became small and I stood up. From thence there was only pain for me but no fear. Great you are as death itself, but your victim is greater than death.